ADAB – Association of Development Agencies in Bangladesh

Workshop on Resource Mobilization (RM) at Joypurhat

Workshop-on-Resource-Mobilization-(RM)-at-Joypurhat
গত ২৯ মে, ২০২৩, দিনব্যাপী “সম্পদ সমাবেশীকরণ” বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা জয়পুরহাট জেলার সবুজনগরস্থ জাকস ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালার শুভ উদ্বোধন করেন জাকস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ও এডাব কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব নুরুল আমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি।
Workshop-on-Resource-Mobilization-(RM)-at-Joypurhat-2
উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একেএম জসীম উদ্দিন, পরিচালক, এডাব। এডাব সদস্য সংগঠনের পক্ষ থেকে জয়পুরহাট জেলার মোট ৪০ জন প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন।
Workshop-on-Resource-Mobilization-(RM)-at-Joypurhat.
কর্মশালায় প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন এডাব রিসোর্সপুল সদস্য ড. নরেশ চন্দ্র (মধু)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *