সাভারে “আউটকাম এন্ড ইমপ্যাক্ট ওরিয়েন্টেশন” বিষয়ক কর্মশালা
- ADAB
- May 25, 2023
- 1:23 pm
- No Comments
গত ২৫ মে, ২০২৩ সাভারস্থ সাস সংস্থার মিলনায়তনে আউটকাম এন্ড ইমপ্যাক্ট ওরিয়েন্টেশন (ওআইও) বিষয়ক
কর্মশালা অনুষ্ঠিত হয়। এডাব ঢাকা জেলা শাখার আয়োজনে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী ও সমাপনী পর্বে সভাপতিত্ব
করেন এডাব ঢাকা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ড. রফিকুল ইসলাম মোল্লা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এডাব পরিচালক জনাব একেএম জসীম উদ্দিন। বক্তব্যে এডাব পরিচালক বলেন, “যে কাজ করিনা কেন, তার ফলাফল নিশ্চিত
করা প্রয়োজন কারন ফলাফলহীন কাজের কোন মূল্য নেই”।
কর্মশালায় ওআইও-এর মাধ্যমে কাজের ফলাফল কিভাবে বের আনা যায় এবং কি কি পদ্ধতি গ্রহণ করতে হয়, তার উপর ধারণা/জ্ঞান প্রদান করা হয়। কর্মশালায় বিভিন্ন সংস্থার মোট ৩২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন ড. নরেশ চন্দ্র (মধু)। কর্মশালা পরিচালনা করেন সাস সংস্থার সমন্বয়কারী জনাব বাবুল মোড়ল।