লক্ষীপুরে “পরিবর্তিত পরিস্থিতিতে জেন্ডার ও ডাইভারসিটি” শীর্ষক প্রশিক্ষণ
- ADAB
- May 30, 2023
- 3:39 pm
- No Comments
এডাব লক্ষীপুর জেলা শাখার আয়োজনে গত ২৮ ও ২৯ মে, ২০২৩ দুইদিন ব্যাপী “পরিবর্তিত পরিস্থিতিতে জেন্ডার ও
ডাইভারসিটি” শীর্ষক প্রশিক্ষণ লক্ষীপুর জেলার সোপিরেট প্রশিক্ষণ কেন্দ্রে সম্পন্ন হয়। লক্ষীপুর জেলা কমিটির সভাপতি
জনাব মোঃ হোসেন চৌধুরী‘র সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন করেন লক্ষীপুর জেলা কমিটির সাবেক সভাপতি ও সদস্য
জনাব সামশুল আলম লিটু।
মূল সেশনের শুরুতেই এডাব সম্পর্কে ধারণা প্রদান, পরিচয় পর্ব ও প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য
বর্ণনা করেন জনাব কাউসার আলম কনক, কর্মসূচি পরিচালক, এডাব। দুই দিন ব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন
মেহনাজ পারভীন মালা ও ফারজানা কে. তিথি।
লক্ষীপুর, ফেনী, নোয়াখালী, চাদঁপুর ও কুমিল্লা জেলার এডাব এর বিভিন্ন সদস্য সংগঠনের প্রধান ও সিনিয়র কর্মকর্তা সহ মোট ২৫ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা প্রশাসনের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) জনাব নূর-এ-আলম মহোদয়। তিনি বলেন প্রশিক্ষণ এমন একটি শিখন প্রক্রিয়া যার মাধ্যমে আমরা সহজেই যে কোন বিষয়ের গভীরে ঢুকে জ্ঞান অর্জন করতে পারি। আর জেন্ডার বিষয়টি খুবই স্পর্শকাতর একটি বিষয় যা খুবই গুরুত্ব সহকারে আমাদের জানতে হবে এবং প্রাতিষ্ঠানিক ভাবে, সামাজিক ভাবে ও আমাদের ব্যাক্তি জীবনে তা নিবিড়ভাবে চর্চা করতে হবে। তিনি লক্ষীপুরে এমন একটি প্রশিক্ষণের আয়োজনের জন্য এডাব-কে সাধুবাদ জানান।
সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যে বক্তাগণ সংগঠণগুলোর দক্ষতা আনয়নে এডাব যে কর্মসূচীগুলো গ্রহণ করছে তাতে সকলের অংশগ্রহণ কামনা করেন এবং ধন্যবাদ জ্ঞপন করেন।