ADAB – Association of Development Agencies in Bangladesh

ADAB

Flood Response

বাংলাদেশে গত ২০ আগস্ট ২০২৪ থেকে শুরু হওয়া বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেটসহ ১১ জেলার বিশাল অংশ পানির নিচে তলিয়ে যায়। বাস্তুচ্যুত হয় পাঁচ লাখেরও বেশি মানুষ। এই বন্যায় প্রায় ৫৮ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো, বাড়িঘর, কৃষি ও মৎস্য খাত।

এডাব বাংলাদেশের এনজিও-দের একটি জাতীয় স্তরের নেটওয়ার্কিং এবং সমন্বয়কারী সংস্থা হিসাবে বাংলাদেশের গুরুতর বন্যা কবলিত জনগণের সাহায্যার্থে কিছু করার একটি গুরুতর দায়িত্ব রয়েছে। এজন্য এসব ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এডাব তার সদস্য ও দাতা সংস্থা BftW’র সহযোগীতায় দুর্গত জনগোষ্ঠীদের জরুরি সেবার অংশ হিসেবে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্দোগ গ্রহণ করে।

ক্ষয়ক্ষতি বিবেচনায় এডাব অগ্রাধিকার ভিত্তিতে ২৯ ও ৩০ আগষ্ট চট্টগ্রামে বিভাগের ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় বন্যার্ত ১২৫০ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী পাঠায়। জরুরী খাদ্য সামগ্রী বিতরণে উক্ত জেলা সমূহের এডাব এর সদস্য সংগঠন সমূহ প্রশাসনের সাথে সমন্বয় করে বন্যায় অধিক ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে  সরাসরি খাদ্য সামগ্রী বিতরণ করে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল , পেয়াঁজ, আলু, চিড়া, গুড়, সয়াবিন তেল, টোস্ট বিস্কুট, বিশুদ্ধ পানি, সাবান ও ঔষধ সামগ্রী।

Scroll to Top