Workshop on Resource Mobilization (RM) at Joypurhat
- ADAB
- May 29, 2023
- 11:47 am
- No Comments
গত ২৯ মে, ২০২৩, দিনব্যাপী “সম্পদ সমাবেশীকরণ” বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা জয়পুরহাট জেলার সবুজনগরস্থ জাকস ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কর্মশালার শুভ উদ্বোধন করেন জাকস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ও
এডাব কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব নুরুল আমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি।
উক্ত
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একেএম
জসীম উদ্দিন, পরিচালক, এডাব। এডাব সদস্য সংগঠনের পক্ষ
থেকে জয়পুরহাট জেলার মোট ৪০ জন প্রতিনিধি কর্মশালায়
অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন
করেন এডাব রিসোর্সপুল সদস্য ড. নরেশ চন্দ্র (মধু)।