ADAB – Association of Development Agencies in Bangladesh

বাগেরহাটে “সুশাসন প্রতিষ্ঠায় বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহের ভূমিকা” শীর্ষক সেমিনার

Good-Governance-at-Bagerhat
গত ৫ই জুন, ২০২৩, বাগেরহাট যদুনাথ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এডাব বাগেরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠায় বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এডাব বাগেরহাট জেলা শাখার সভাপতি জনাব ঝিমি মন্ডলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাট। বক্তব্যে তিনি বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থায় সুশাসন এবং জিও-এনজিওর মধ্যে সমন্বয় না হলে উন্নয়ন টেকসই হবে না। বর্তমানে সভ্য সমাজে প্রাইভেটাইজেশন উপর নির্ভরশীলতা বাড়ছে। যার ফলে মানুষের মধ্যে সচেতনতাবোধ তৈরী হচ্ছে এবং জবাবদিহিতাও তৈরী হচ্ছে। এডাব যেহেতু এনজিওদের সমন্বয়কারী প্রতিষ্ঠান, তাই এডাব এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে পারে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব রিজিয়া পারভীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা বাগেরহাট, জনাব সাহেলা পারভীন, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাট, জনাব শেখ মোঃ আজাহার আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার, সদর উপজেলা বাগেরহাট এবং জনাব এস এম নাজমুছ সাকিব, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়, বাগেরহাট।
সেমিনার সঞ্চালনা ও সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন এডাব বাহেরহাট জেলা শাখার সদস্য সচিব জনাব মোঃ কামরুজ্জামান। ধারনাপত্র উপস্থাপন করেন জনাব মোঃ আব্দুল সালাম সেখ, সহ-সভাপতি, এডাব বাগেরহাট জেলা শাখা।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন কনজুম্যার এসোসিয়েশন অব বাংলাদেশ ও ডিস্ট্রিক পলিসি ফোরাম বাগেরহাটের সভাপতি জনাব বাবুল সরদার, অবঃ প্রধান শিক্ষক মুখার্জী রবীন্দ্রনাথ, শাপলা শালুক এর নির্বাহী পরিচালক এডভোকেট লুনা সিদ্দিকী, যদুনাথ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা সাহানা আকতার, আশার আলোর প্রধান নির্বাহী কাকলী সরদার, মাই টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি রিফাত আল মাহমুদ, উন্মেষ এর নির্বাহী পরিচালক মোঃ মনজুরুল ইসলাম, মোঃ রেজাউল করিম, বিভাগীয় সমন্বয়কারী, খুলনা, এডাব, দৈনিক গ্রামের কাগজের জেলা প্রতিনিধি অরিন্দম দেবনাথসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top