পঞ্চগড়ে “কোভিড-১৯ মহামারী পরবর্তী পরিস্থিতিতে এসডিজি বাস্তবায়ন” শীর্ষক সেমিনার
- ADAB
- April 17, 2023
- 3:42 pm
- No Comments
এডাব পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে গত ১৭ এপ্রিল, ২০২৩ পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে, “কোভিড-১৯ মহামারী পরবর্তী পরিস্থিতিতে এসডিজি বাস্তবায়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এডাব পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও বেসরকারি উন্নয়ন সংস্থা বিকাশ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক, বীরমুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদুল হক, উপজেলা নির্বাহী অফিসার, সদর পঞ্চগড়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ লায়লা আরজুমান, উপজেলা সমাজসেবা অফিসার, সমাজসেবা কার্যালয়, সদর পঞ্চগড়সহ বিভিন্ন সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও সু-শীল সমাজের প্রতিনিধি।
সেমিনারের মূল বিষয়বস্তু মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন, জনাব এস. এম. আনিছুর রহমান, বিভাগীয় সমন্বয়কারী, এডাব রংপুর। এরপর মুক্ত আলোচনায় সেমিনারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উপস্থিত সকলেই কোভিড-১৯ মহামারী পরবর্তী পরিস্থিতিতে এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা কেমন হওয়া উচিৎ এর উপর গুরুত্বারোপ করেন ও স্থায়ী উন্নয়ন কার্যক্রমে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়সাধন সহজ ও কার্যকর করার প্রতি গুরুত্বারোপ করেন।