ADAB – Association of Development Agencies in Bangladesh

চট্টগ্রামে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নেতৃবৃন্দ ও সদস্য সংস্থার প্রধানদের সাথে বিভাগীয় মতবিনিময় সভা

কেন্দ্রীয়-কার্যনির্বাহী-পরিষদ-নেতৃবৃন্দ-ও-সদস্য-সংস্থার-প্রধানদের-সাথে-বিভাগীয়-মতবিনিময়-সভা-at-Chattogram
২২ জুলাই ,২০২৩ শনিবার চট্টগ্রামের পটিয়াস্থ বিটা কালচারাল এন্ড কমিনিউকেশন ট্রাস্টে এডাব(এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নেতৃবৃন্দ ও সদস্য সংস্থার প্রধানদের সাথে চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময় সভা-২০২৩। চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও নির্বাহী সদস্য জনাব জেসমিন সুলতানা পারু’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব চেয়ারপারসন জনাব আব্দুল মতিন।
কেন্দ্রীয়-কার্যনির্বাহী-পরিষদ-নেতৃবৃন্দ-ও-সদস্য-সংস্থার-প্রধানদের-সাথে-বিভাগীয়-মতবিনিময়-সভা-at-Chattogram 2
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইপসা’র নির্বাহী পরিচালক ও এডাব কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য জনাব মোঃ আরিফুর রহমান, আইএসডিই-বাংলাদেশ’র নির্বাহী পরিচালক ও এডাব কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য জনাব এস.এম নাজের হোসাইন, বিটা’র নির্বাহী পরিচালক জনাব শিশির দত্ত, এডাব-এর কোষাধ্যক্ষ জনাব মাসুদা ফারুক রত্না এবং এডাব-এর সম্মানীত পরিচালক ও সদস্য সচিব জনাব একেএম জসীম উদ্দীন। এডাব-এর পরিচালক(কর্মসূচী) জনাব কাউসার আলম কনক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী , কুমিল্লা , কক্সবাজার ও চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি, সহ-সভাপতি, সদস্য সচিব ও প্রতিনিধিগণ সক্রিয়ভাবে উপস্থিত থেকে স্ব স্ব জেলার উন্নয়ন সংগঠন সমূহের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও প্রত্যাশার কথা তাঁদের বক্তব্যে তুলে ধরেন এবং এই বিষয়ে সকলেই অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষন করেন।
কেন্দ্রীয়-কার্যনির্বাহী-পরিষদ-নেতৃবৃন্দ-ও-সদস্য-সংস্থার-প্রধানদের-সাথে-বিভাগীয়-মতবিনিময়-সভা-at-Chattogram 3
চট্টগ্রাম বিভাগের সার্বিক বিষয়ে অবগত হয়ে এডাব চেয়ারপারসন জনাব আব্দুল মতিন বলেন আমরা যারা উন্নয়ন সংগঠন নিয়ে কাজ করছি তারা প্রত্যেকেই উদ্যোক্তা, আর উদ্যোক্তা হওয়া অনেক গৌরবের। এই সেক্টরে আন্তরিকতা আর সততার সাথে কাজ করে আমাদের মধ্যেই অনেকে অনন্য উদাহারন সৃষ্টি করেছে। আপনারাও নিজের কাজটি গৌরবের মনে করে লেগে থাকুন সফলতা আসবেই। আমি সংঘ শক্তি বিশ্বাস করি আর এডাব হচ্ছে একটি বড় সংঘ। এডাব আপনাকে প্রেষনা দিবে, সাহস দিবে এবং দুঃসময়ে আপনার পাশে থাকবে। তাই এই ঐক্যের জায়গায় থেকে আসুন সবাই রাষ্ট্রের সাথে ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top