কুড়িগ্রামে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার
- ADAB
- June 7, 2023
- 4:18 pm
- No Comments
গত ০৭ জুন, ২০২৩ “সকল নাগরিকের সমান অধিকার” বিষয়ক সেমিনার কুড়িগ্রাম সদর আলোর ভুবন এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি, হিসাবে উপস্থিত ছিলেন জনাব রাশেদুল হাসান, উপজেলা
নির্বাহী অফিসার, সদর কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোছাঃ জেবুন
নেছা, উপ-পরিচালক, মহিলা বিষয়ক ধিদপ্তর, কুড়িগ্রাম।
আরও উপস্থিত ছিলেন এডাব কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি,
জনাব মানিক চৌধুরী ও সদস্য সচিব, জনাব আলেয়া বেগম।
এছাড়াও উক্ত সেমিনারে এডাব কুড়িগ্রাম জেলার সদস্য সংগঠন (জীবিকা, ঠিকানা, সানু মেমোরিয়াল সোসাইটি, ফ্রেন্ডশীপ, সলিডারিটি, সি.ডি.ডি.এফ, জিইউকে, এসিএফ, হ্যান্ডিক্রাফ্ট ইন্টারন্যাশনাল, ভবানী পাঠক যুব সমাজ কল্যাণ সংস্থা, আর.এস.ডি.এ, বন্ধন, শিরিনা বেগম মহিলা উন্নয়ন সমিতি, তৃণমুল নারী উন্নয়ন সংস্থা),
পরিসংখ্যান অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজ সেবা
অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, সুশীল সমাজ, পুরোহিত,
সম্মিলিত সাংস্কৃতিক জোট, এটিএন বাংলা, চ্যানেল আই,
জনতার সময় ও স্থানীয় জন প্রতিনিধিবৃন্দ সেমিনারে অংশগ্রহন
করেন। মুক্ত আলোচনায়, সমাজে সম-অধিকার নিশ্চিত করতে
হলে সরকারি ও বেসরকারি সংগঠনকে একযোগে কাজ করতে
হবে। নারী শিক্ষার পাশাপাশি নারী শিক্ষার হার বৃদ্ধি করতে হবে
এবং সমাজের সকল পর্যায়ে নারীর অংশগ্রহন নিশ্চিত করতে হবে
বলে উপস্থিত সকলে মতামত প্রকাশ করেন।