এডাব-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- ADAB
- November 30, 2024
- 11:26 am
- No Comments
৩০ নভেম্বর, ২০২৪ তারিখে বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা ঢাকার মোহাম্মদপুরস্থ সিবিসিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এডাব চেয়ারপারসন জনাব আব্দুল মতিন। বার্ষিক সাধারণ সভায় সারা দেশ থেকে প্রায় দুইশতাধিক সদস্য সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভার শুরুতে এডাব-এর পরিচালক একেএম জসীম উদ্দিন সূচনা বক্তব্য প্রদান করেন। সভায় বিগত ৪৩তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী বার্ষিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, অডিটর নিয়োগ, পরবর্তী অর্থ বছরের (জুলাই ২০২৪ - জুন ২০২৫) বাজেট ও কর্ম পরিকল্পনা অনুমোদন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় পরবর্তী ২০২৫-২০২৭ তিন বছর মেয়াদের জন্য ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়। সর্বসম্মতিক্রমে জনাব আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক হীড-বাংলাদেশ সভাপতি, জনাব মোঃ আরিফুর রহমান, প্রধান নির্বাহী, ইয়ং পাওয়ার ইন সোস্যাল একশন (ইপসা), চট্টগ্রাম সহ-সভাপতি এবং কাজী বেবী, নির্বাহী পরিচালক, পার্টিসিপেটরী ডেভেলপমেন্ট এ্যাকশন প্রোগ্রাম (পিডাপ), ঢাকা কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন।
সভাপতি সকলের সহযোগিতা প্রত্যাশা করে এডাব-এর লক্ষ্য, উদ্দেশ্য, সদস্য সংগঠন সমূহের প্রত্যাশা পুরণে নতুন কমিটি ও সদস্য সংগঠনসমূহ একত্রিত হয়ে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
উপস্থিত সদস্যগণ চলমান বিভিন্ন সমস্যা মোকাবেলায় যেমন: এনজিওদের ভ্যাট ট্যাক্স এর সমস্যা, এনজিও বিষয়ক ব্যুরোর রেজিস্টেশন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে প্রকল্প পেতে, কাজ করতে শর্ত শিথীলকরণ, স্থানীয় পর্যায়ে কর্মরত এনজিওদের পিকেএসএফ এর ফান্ডের সুযোগ করে দেওয়া, এমআর রেজিস্ট্রেশনের শর্ত শিথিলকরণ ইত্যাদি সমাধানে সরকারের সাথে এডভোকেসি লবিং বৃদ্ধি, এডাব-এর নিজস্ব ভবনের ব্যবস্থা, নারী, প্রতিবন্ধী, জলবায়ু পরিবর্তন, সাম্প্রদায়িক সম্পৃতি বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন এডাব এর ভাইস-চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, নির্বাহী
কমিটির সদস্য রবিউল ইসলাম, জেসমিন সুলতানা পারু, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সুরেশ
চন্দ্র হালদার, মো: নাসির উদ্দিন।
প্রোগ্রামের কিছু মিডিয়া কভারেজ: