এডাব কর্তৃক আয়োজিত ‘এনজিওদের উন্নয়ন অভিযাত্রায় গণমাধ্যমের সম্পৃক্ততা’ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

গত জানুয়ারি ১২, ২০২৩ তারিখে “এনজিওদের উন্নয়ন অভিযাত্রায় গণমাধ্যমের সম্পৃক্ততা” বিষয়ক এক গোলটেবিল বৈঠক সেগুন বাগিচাস্থ বাগিচা রেষ্টুরেন্ট ও পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) কর্তৃক আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন এডাব চেয়ারপারসন জনাব আব্দুল মতিন।

তিনি আর্ত-সামাজিক উন্নয়নে বিশেষ করে দরিদ্রদের অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ণ, পুঁজির আদান-প্রদান, মানব সম্পদ উন্নয়ন ইত্যাদি বিষয়ে এনজিওদের অবদানসমূহ গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন।

Journalist RTM

উক্ত গোলটেবিল বৈঠকে বাংলাদেশে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রায় ৩৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। তারাও এনজিওসমূহের কার্যক্রমের প্রতি সমর্থন জানান এবং নিজেরদেরকে এই কাজের সাথে সম্প্ক্তৃ হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

ভবিষ্যতে এনজিও এবং গণমাধ্যম বাংলাদেশে দারিদ্র বিমোচন, অসাম্প্রদায়িক সমাজ বিনির্মান, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।